DhakaThursday , 2 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সময়ের আলোর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে আনন্দঘন পরিবেশে সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওমীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ইমদাদুল হক।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যুরো চিফ মো. মঈন উদ্দিন, স্থানীয় দৈনিক বাংলার সকাল পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম বনি, স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের বার্তা সম্পাদক সাহাজাদ মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর খালিদ, রাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিনসহ প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সময়ের আলোর রাবি প্রতিনিধি রাশেদ শুভ্র’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের আলোর রাজশাহী ব্যুরো প্রধান ফয়সাল আহমেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।