DhakaSunday , 12 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাবি শিক্ষার্থীদের দ্বিতীয় দিনেও আন্দোলন চলমান

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনের মতো চলছ। সকাল থেকেই ভিসি ভবন  ভবন ঘেরাও করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের দাবি মানার রাজশাহী নাটোর  মহাসড়ক অবরোধ করে এবং সেখানেই ডালপালা এবং টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এতে বন্ধ হয়ে গেছে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল। উল্লেখ্য গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তর্কে জড়িয়ে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় স্থানীয় দোকানদাররা এগিয়ে এলে   রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং স্থানীয়দের ভিতর সংঘর্ষ অনুষ্ঠিত হয়।প্রায় সারারাত ভর স্থানীয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভিতরে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সংঘর্ষে প্রায় ৯২ জন অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।রাস্তা অবরোধ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অতি শীঘ্রই এটার একটা সমাধান বের হয়ে আসবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বিপিএম পিপিএম বার বিশ্ববিদ্যালয় সর্বশেষ উপস্থিতিতে বলেন,  রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, তারা বসে  সিদ্ধান্ত নেবে আমরা আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে আমরা সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত আছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।