DhakaMonday , 26 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় হচ্ছে অনলাইন আম বাজার,গলার কাটা পরিবহণ খরচ

Link Copied!

মোঃ আমিনুল ইসলাম বনিঃ সোমেন্দ্র নাথ মন্ডল । রাজশাহী সাংবাদিকতায় এক তরুন নাম। তিনি সাংবাদিকতার  পাশাপাশি গত কয়েক বছর ধরে অনলাইনে আম বিক্রি করে আসছেন। এ মৌসুমেও রাজশাহীর বাঘার নিজস্ব  বাগান  হতে  ‘অনিমা আম বাজার’ ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে আম বিক্রি করছেন তিনি।  শুধু সোমেন্দ্র নাথ মন্ডল নন, রাজশাহীতে তার মতো অনেক নতুন উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে আম বিক্রি করছেন। গতানুগতিক বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেক ব্যবসায়ী এখন অনলাইনে ঝুঁকছেন। ফলে ভরা মৌসুমে জমে উঠেছে রাজশাহীর অনলাইন আমের বাজার।

সোমেন্দ্র নাথ মন্ডল জানান, তার অনলাইনে আম ব্যবসা ২০১০ সাল থেকে। এখন আম মৌসুমের মধ্যম সময় চলছে। এ এসময় অনলাইন মার্কেটে আমের চাহিদা ভালো থাকে। এই মৌসুমে গত কয়েক দিনে প্রায় চার হাজার ১০০ কেজি আম অনলাইনে বিক্রি করেছি। গত বছরে মোট আট হাজার ৭০০ কেজি আম অনলাইনে বিক্রি করেছিলাম । সোমেন্দ্র নাথ মন্ডল জানান, অনিমা আম বাজার তাদের গ্রাহকের আম নষ্ট হলে তা আবার পাঠানো হয়।

‘রাজশাহী ন্যাচারাল ফুডস’ ফেসবুক পেজের মাধ্যমে আম বিক্রি করছেন ইকবাল হোসেন মাসুম এ মৌসুমে তিনি ৪টি আম বাগান কিনেছেন। তবে বিভিন্ন বাগান হতে ভালো মানের আম সংগ্রহ করে এখন পর্যন্ত প্রায় ৪৫০ মন আম অনলাইনে বিক্রি করেছেন।  তিনি বিগত ১০ বছর থেকে আমের  আম বিক্রি করে আসছিলেন। ২০১৭ সালে প্রথম অনলাইন বাজারে প্রবেশ করেন তিনি।

রাজশাহীর স্থানীয় বাজারে সোমবার ক্ষিরশাপাত আম ৩০০০ টাকা, আমরুপালী ২ হাজার ৪০০,   ল্যাংড়া ২ হাজার ৪০০ টাকা এবং তোতাপুরী ২ হাজারমণ দরে বিক্রি হয়েছে।

তবে খুচরা বাজারে দাম কিছুটা বেশি। আর অনলাইন বাজারে পরিবহণ খরচটা অনেক বেশি। প্রতিকেজি আম পরিবহণে ঢাকার মধ্যে ১২ থেকে ১৪ টাকা এবং ঢাকার বাইরে ১৬ থেকে ১৮ টাকা কুরিয়ার চার্জ পড়ছে। এছাড়া প্যাকিং ও শ্রমিক খরচসহ প্রতিকেজি আমে প্রায় ২৫ থেকে ২৮ টাকা খরচ পড়ছে বলে জানান এই অনলাইন বিক্রেতা।

অনলাইন আম বাজারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলছেন, অনলাইনে স্থানীয় গুটি জাতের আমের তেমন চাহিদা নেই। এখানে গোপালভোগ, ল্যাংড়া, ক্ষিরশাপাত বা হিমসাগর, লক্ষণভোগ, রানিভোগ, ফজলি এসব আমের অর্ডারই সাধারণ এসে থাকে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরএজিএম মাহমুদুল হাসান সবুজ জানান, আম পরিবহণে প্রতি কেজিতে রাজশাহী থেকে ঢাকার মধ্যে ১৩ টাকা এবং ঢাকার বাইরে ১৬ টাকা করে নিচ্ছেন তারা । বেশি পরিবহন ব্যয় সম্পকে জানতে তিনি বলেন , আমের পরিবহন ব্যয় আমাদের থেকে অন্য কুরিয়ার সার্ভিস গুলো আরোও বেশি দাম নিচ্ছে। তিনি জানান শুধুমাত্র আম পরিবহনের জন্য তিন মাসের জন্য বড় গোডাউন এবং ভালো সার্ভিস দেবার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা লাগে। এবার তাদের কুরিয়ারে গত বছরের চেয়ে আম বেশি যাচ্ছে বলে জানান তিনি।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, এ বছর ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন উৎপাদন হবে। এর মধ্যে ৩০০ মেট্রিক টন বিদেশে রফতানি হবে। ‌‌গত বছর আমের মণ তিন হাজার ২০০ থেকে চার হাজার টাকায় বিক্রি হয়েছে। এবারও ভালো দাম পাবেন চাষিরা। ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। দুই লাখ ৫৮ হাজার মেট্রিক টন উৎপাদন হবে।

উপপরিচালক মোজদার হোসেন আরো জানান, এখন অনলাইনের মাধ্যমে আমের বেচাকেনা দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে । নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে । রাজশাহী শিক্ষা নগরী হিসেবে পরিচিত বিভিন্ন জেলার ছেলে মেয়েরা এখানে পড়ালেখা করে। এসব ছাত্র-ছাত্রীরা তাদের নিজ জেলায় অনলাইনের মাধ্যমে আমের ব্যবসা করেছে। যা হতে তাদের অর্থনৈতিক সার্পোট পাচ্ছে। গতানুগতিক বাজার ব্যবস্থায় যুক্ত ব্যবসায়ীরাও এখন অনলাইনমুখী হচ্ছেন। কৃষকরাও ভালো দাম পাচ্ছেন। সবমিলিয়ে অনলাইন আম বাজার এখন জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইনে আমের চাহিদা বাড়ছে আগামীতে আরও বাড়বে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।