ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবার বামনশিকর উত্তরপাড়া এলাকায় গেরেজান বেগম নামের ব্দ্ধৃাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গেরেজান বামনশিকর উত্তরপাড়া মৃত ইয়াকুব আলীর স্ত্রী। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় বামনশিকর এলাকার নিজবাড়িতে এই হত্যাকাণ্ডের শিকার হন ওই বৃদ্ধা। আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।