DhakaSunday , 17 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফাঁস হওয়া ফোনালাপটি আমার নয় দাবি সেই অধ্যক্ষের

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজার সাথে অজ্ঞাত ব্যাক্তি’র যে অডিও ফাঁস হয়েছে তা ‘ক্লোন’ করা হয়েছে। আজ রোববার সকালে নিজ কর্মস্থলে যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় অধ্যক্ষ সেলিম রেজা জানান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সংবাদ সম্মেলন করে গত শনিবার যে ফোনালাপটি ফাঁস করেছেন, সেটি ক্লোনিং করা হয়েছে। ফোনালাপটি আমার ভয়েস নয়। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান এই ক্লোনিংয়ের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। ঘটনার কয়েকদিন পরে ওই অধ্যক্ষকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেন সাংসদ ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে অধ্যক্ষ দাবি করেন, সাংসদ ওমর ফারুক চৌধুরী তাকে মারধর করেনি। বরং তিনি তাকে মারধরের হাত থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনের একদিন পরে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ পাল্টা সংবাদ সম্মেলন করে একটি ফোনালাপ ফাঁস করেন। সেই ফোনালাপটি ক্লোন করা হয়েছে বলে আজ সকালে নিজ কর্মস্থলে যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।