DhakaTuesday , 14 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার  : রাজশাহীতে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মহানগরী নওদাপাড়া এলাকায় একটি সম্মেলন কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল ও এফএও এর আয়োজনে আঞ্চলিক কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক( ভারপ্রাপ্ত) ড. মো: মোতালেব হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোরের উপ-পরিচালক মো: আব্দুল ওয়াদুদ, নওঁগার উপপরিচালক, মো: আবুল কালাম আজাদ, রাজশাহীর উপ-পরিচালক মোছা: উম্মে সালমা। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো: দিলোয়ার আহমেদ চৌধুরী হোসেন, শস্য উৎপাদন বিশেষজ্ঞ, FAO, বাংলাদেশ ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে কর্মশালায়
কারিগরি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: দিলোয়ার আহমেদ চৌধুরী, শস্য উৎপাদন বিশেষজ্ঞ, FAO, বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের কীটনাশকের ব্যবহার অত্যন্ত বেশি। কৃষকদের ও কীটনাশক ব্যবসার সাথে জড়িত কোম্পানি এবং ডিলারকে কীটনাশকের ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই আয়োজন।

কর্মশালায় মাঠ পর্যায়ে খুচরা বালাইনাশকের এক্সেল শিট প্রস্তুতকরণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন তানজিলা ইসলাম, মনিটরিং ও মূল্যায়ন বিশেষজ্ঞ, FAO বাংলাদেশ।

কর্মশালায় প্রধান অতিথি ড. মো: মোতালেব হোসেন তার বক্তব্যে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্বউদ্যোগ বালাইনাশকের ডিলার ও কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনাবৃদ্ধি করে থাকে। যাতে সঠিক বালাইনাশকের ব্যবহার নিশ্চিত হয়। উপস্থিত সকলকে ব্যবহার বিধি মেনে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করার জন্য আহবান জানান।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশিক্ষণ অফিসার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার
প্রোগ্রাম; মনিটরিং ও মূল্যায়ন অফিসার, কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বালাইনাশক কোম্পানি প্রতিনিধি, বালাইনাশক ডিলার, কৃষক প্রতিনিধি, রাজশাহী কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোঃ শরিফুল ইসলাম সহ দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।