DhakaTuesday , 28 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে: মিনু

Link Copied!

স্টাফ রিপোর্টার :অতীতে যা হয়েছে সবকিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের জন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। মঙ্গলবার বিকেলে সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী মহানগর মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মিনু।
তিনি বলেন, এ দেশ সবার। গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া লড়াই সংগ্রাম করেছেন। তিনি কারো সাথে কখনো আপোষ করেননি। আল্লাহ যেন সবার দোয়ায় দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে এসে দেশের হাল ধরতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। আবার স্বৈরশাসক এরশাদের পতন ঘটাতে দেশনেত্রী মাঠে নেমেছিলেন। তিনি তখনও ছিলেন আপোষহীন। এখনো তিনি আপোষহীন হিসেবেই আছেন। সে সময়ে দেশ ও দলের জন্য ঘর থেকে বের হয়ে এসে আন্দোলন করেছিলেন।
মিনু বলেন, খুনি হাসিনার পতনের জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ দীর্ঘ সতের বছর ধরে লড়াই সংগ্রাম করেছেন। তিনি বলেন, এ জাতি কারো কাছে মাথা নত করেনা। ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমেই হাসিনার পতন ঘটিয়েছে। পতিত হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে পালিয়ে গেছে। ভারত হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু তা সফল হতে দেয়া হবে না। তাঁকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।
মিনু আরো বলেন, তিনি দীর্ঘ ৫১ বছরের রাজনৈতিক জীবনে সবার সাথে মিলে মিশে কাজ করেছেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। বহু মামলা ও হামলার শিকার হয়েছেন। বিগত হাসিনা সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন। ১ লাখ ৬০ হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। নির্যাতন হয়েছে তারপরও তাঁর পালাননি। বেগম খালেদা জিয়া আপোষ না করার জন্য খনি হাসিনা তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি নিজের জীবন বিপন্ন করেও কারো সাথে আপোষ করেননি। তাকে জেলে থাকতে স্লো পয়জনিং করা হয়েছে। এত কিছুর পরেও আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সে মোতাবেক কাজ করার জন্য দলের সবাইকে অনুরোধ করেন তিনি।

রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।
আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান জনি, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য গুলসান আরা মমতা মহিলা দলের সহ-সভাপতি নুরজাহান, সাংগঠনিক সম্পাদিকা জরিনা খাতুন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি ও ক্রীড়া সম্পাদিক নাজরিন আক্তার বিথিসহ অন্যন্য নেতৃবৃন্দ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।