পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি-বার্ষিক নির্বাচনে কালাম আজাদ সভাপতি ও আবু সুফিয়ান সুমন সাধারণ সম্পাদন নির্বাচিত হয়েছেন৷ বৃহস্পতিবার বিকেল ৩ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বানেশ্বর উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বানেশ্বর ইউনিয়ন শাখার আয়োজনে ডাঃ আবু সুফিয়ান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার বিশেষ উপদেষ্টা এবং রাজশাহী-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান লিটন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, শ্রমিকদের ন্যায্যমজুরি প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তৎপর রয়েছে। ইসলামে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট শ্রম নীতি রয়েছে। তাছাড়া শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে আমরা বর্তমান সভ্যতা পেয়েছি। সুতরাং দেশের অর্থনীতির বিকাশে শ্রমিকদের অবদান অস্বীকার করার কোন উপায় নেই। এ কারনে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, পুঠিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মনজুর ইসলাম, সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ডালিম, বানেশ্বর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান, উপজেলা শাখার সেক্রেটারি ফজলুর রহমান। এছাড়াও উক্ত সম্মেলনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বানেশ্বর ইউনিয়ন শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দ্বিবার্ষিক সম্মেলনে জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী বৃন্দ ও সূধীজনরা উপস্থিত ছিলেন।