DhakaFriday , 14 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড প্রাইজমানি ঘোষণা

Link Copied!

বাংলার সকাল ডেস্ক: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরের জন্য থাকছে মোট ৬৯ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার, ২০১৭ সালে সবশেষ আসরের তুলনায় যা ৫৩ শতাংশ বেশি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে আসন্ন আসরের প্রাইজ মানি। ফাইনালে জয়ী দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। সঙ্গে তাদের দেওয়া হবে একটি ট্রফি।
রানার্স-আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে সপ্তম ও অষ্টম হওয়া দল। এছাড়াও অংশগ্রহণের জন্য আট দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। আয়ের সুযোগ থাকছে ম্যাচ থেকেও। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলারের বেশি দেওয়া হবে।
প্রাথমিকভাবে পুরো টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয় সঙ্কট। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ১৯৯৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম পাকিস্তানে হচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। পাকিস্তানে খেলা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।
প্রথম সেমি-ফাইনাল হবে দুবাইয়ে, দ্বিতীয় সেমি-ফাইনাল লাহোরে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। আর ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে লাহোরে। আগামী বুধবার করাচিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আসর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।