DhakaThursday , 27 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যবদ্ধ হয়ে বাসযোগ্য দেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে সবাই ঐক্যবদ্ধ থেকে একটি গণতান্ত্রিক ও বাসযোগ্য দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির বর্ধিত সভায় দেওয়া ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করায় সেখান থেকেই দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

খালেদা জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি। প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা চক্রান্ত চলছে। প্রতিশোধ-প্রতিহিংসা নয়, ভালবাসায় দেশ গড়তে হবে। এ সময় সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। একইসঙ্গে জরুরি ন্যূনতম সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেয়ার দাবির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। নেতাদের উদ্দেশে তিনি বলেন, এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়।

তিনি বলেন, ‘আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ।’ বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ দেশে একটি ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে বলেও উল্লেখ করেন খালেদা জিয়া।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।