DhakaThursday , 27 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল সম্পাদক মোয়াজ্জেম

Link Copied!

ষ্টাফ রিপোর্টার:  রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন। সভাপতি পদে দুলাল হোসেন ৭১টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হেলাল উদ্দীন বাপ্পি ২৪ টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে তিনজন তিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জোম হোসেন ৪৮টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাহসিন হোসেন ৪০টি ভোট পান। এছাড়াও অপর প্রতিদ্বন্দ্বি মো: হানিফ ৭ টি ভোট পেয়েছেন। সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দিতা করেন।

অপর সাতটি পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন। তারা হলেন, সহ সভাপতি শরিফুল ইসলাম জিএম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক এমদাদুলহক, কোষাধ্যক্ষ আমিনুজ্জমান, কার্য নির্বাহী সদস্য তাজরুল ইসলাম টুটুল ও শাহ্ জামাল।

তারা আগামী তিন বছরের জন্য নির্বাচিতরা রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) রাজশাহী রেলওয়ে মার্কেটের দৈনিক নতুন প্রভাত কার্যালয়ে সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটন চলে। ভোট ভোটার সংখ্যা ১২৭ জন। এতে ভোটদান করেছেন ৯৮ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট বাতিলকৃত ভোটের সংখ্যা তিনিটি।

ভোটগ্রহনের প্রধান দায়িত্ব পালন করেন দৈনিক নতুন প্রভাতের সার্কুলেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবলু। এছাড়াও রাজশাহী শ্রম অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান ও বোয়ালিয়া থানা পুলিশের প্রতিনিধি এএসআই রেজাউল ইসলাম।ভোটে জয়ী নির্বাচিত সভাপতি দুলাল হোসেন বলেন, টানা ৬ষ্ঠবারের মতো রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলাম। আমি সবসময় শ্রমিকদের সাথে কাজ করেছি এবং তাদের উপকার করার চেষ্টা করেছি বলেই হয়তো এবারও আমার বিজয় হয়েছে। আগামী দিনগুলোতেও সুখে-শান্তিতে একসাথে সংবাদ পত্র শ্রমিকদের কল্যাণে কাজ করার কথা জানান।

প্রথমবারের মতো জয়ী সাধারণ সম্পাদক মোয়াজ্জোম হোসেন জানান, আমি প্রথমবারের মতো নেতা হলাম, সাধারণ সম্পাদক হলাম। আগে নেতা না হলেও নেতার কাজ গুলো করেছি। আগামী দিনে বাকি যেসব কাজ বাকি আছে আমাদের ইউনিয়নের সকল সদস্যদের নিয়ে কাজ করার কথা জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।