স্টাফ রিপোর্টার : গত ২২ শে ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীর শেখেরচক এলাকায় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি করা হয় বোয়ালিয়া মডেল থানার ওসি জনাব মেহেদী মাসুদকে।কিন্তু ওই সভায় তিনি উপস্থিত না হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আরএমপি বোয়ালিয়া মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ মো: মোতালেব হোসেন। উক্ত মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশের অন্যতম আয়োজক ছিলেন আকাশ।
গত ২২ শে ফেব্রুয়ারি সেই ‘‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ’ শেষে ফেরার পথে এলাকার চিহিৃত মাদককারবারী ডলার, কলি, সঞ্জু, দ্বিপ ও বিশাল ধারালো অস্ত্র নিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলো। সে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে এখনো চিকিৎসারত বলে জানান তার বোন ।
আকাশের উপর মাদক কারবারী-সন্ত্রাসীদের অতর্কিত হামলার করে হত্যা চেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ২৩ নং ওয়ার্ড শেখরচক মহলদারপাড়া এলাকাবাসীর ব্যানারে মহানগরীর কল্পনা সিনেমা হল স্বচ্ছ টাওয়ার মোড়ে মানববন্ধন হয়।
মাদক প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক জহরুল ইসলাম সভাপতিত্বে এলাকার শিক্ষক,শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ অসংখ্য নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে এলাকাবাসী জানান, এলাকায় মাদকের বিস্তারে যুব সমাজ আজ ধ্বংসের পথে। মানুষ একটি অপরাধে জড়ালে হাজারো অপরাধ সংঘঠিত হয়। মাদকের টাকার জন্য যেমন নিজের মা’কেউ হত্যা করতে দ্বিধাবোধ করছে না। তাই আমরা এই মাদকের ভয়াবহ ছোবল হতে বাঁচতে চাই।
তারা আরো জানান, এই মাদকেরে ব্যবসা বন্ধে গত ২২ ফেব্রুয়ারী আমরা এলাকাবাসী সমাবেশ করে ছিলাম। সমাবেশ শেষে আমরা এসব চিহিৃত মাদককারবারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।