DhakaSaturday , 15 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার 

Link Copied!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি  : রাজশাহীর বাঘায় মারুফ ইসলাম বক্কর (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনা ঘটে আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে।
জানা যায়, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার কাঠমিস্ত্রী কামরুল ইসলামের ছেলে মারুফ ইসলাম বক্কর। সে স্থানীয় একটি মাদ্রাসাতে পড়াশোনা করলেও পড়াশোনাতে খুবই অমনোযোগী।  মাঝের মধ্যেই কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি চলে।  শনিবার সকালে একই ভাবে মাদ্রাসা নিজ বাড়িতে চলে আসে ফলে তার বাবা মা বকাবকি করে। পরে নিজ শোবার ঘরে তীরে  উড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাবা কামরুল ইসলাম বলেন, আমি আর আমার স্ত্রী সন্তান বক্কর কে মাদ্রাসা থেকে চলে আসার জন্য বকাবকি করি পরে তার নিজ ঘরে চলে যায়।  আমরাও কাজের জন্য বাহিরে যায়।  পরে গ্রামের মানুষের মাধ্যমে জানতে পারি  গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। এ বাঘা থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।