DhakaSaturday , 12 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

৫০০ ফিলিস্তিনি শিশু ২৫ দিনে হত্যা করেছে ইসরায়েল

Link Copied!

বাংলার সকাল ডেস্ক: গত ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় টানা বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে মাত্র ২৫ দিনেই অন্তত ৫০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। জাতিসংঘের এক কর্মকর্তা যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডকে পরমাণু-পরবর্তী অন্যতম হত্যাযজ্ঞের অঞ্চল হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। যাদের মধ্যে এক শিশুও রয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনেরও বেশি হয়েছে। গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে আজ (শনিবার) পর্যন্ত ২৫ দিন পূর্ণ হয়েছে। এরপর থেকে গাজায় আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলায় এ পর্যন্ত ১৫শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছড়াও সম্প্রতি জাতিসংঘের এক বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় কমপক্ষে ৩৬টি ইসরায়েলি হামলায় কেবল ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাজায় ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৫০ হাজার ৯১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন আহত হয়েছেন। তবে এই উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে যারা চাপা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে তারাও মারা গেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।