DhakaMonday , 5 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ নগরীতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের ৫ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৭৭৪ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৬ ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবদুল জলিল। চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক ও জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক আবদুল জলিল ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের কাছে জানতে চান, এই চেক পেতে কোন হয়রানি হতে হয়েছে কি না। উপস্থিত চেক গ্রহীতরা জানান, কোন হয়রানি ছাড়াই তারা ক্ষতিপূরণের চেক পেয়েছেন। এ জন্য কাউকে কোন টাকা দিতে হয়নি। এছাড়াও কোন হয়রানি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে চেক পেয়েছেন বলেন জানান তারা। উপস্থিত সকলেই জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক গ্রহণকারি শরিফুল ইসলাম বলেন, আমাদের জমি এর আগেও সরকার অধিগ্রহণ করেছে। তবে এবারের মত এত কম সময় ও আন্তরিকতার সাথে চেক প্রদান হয়নি।

উল্লেখ্য, রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠান নির্মাণ, নগরীর সড়ক প্রশস্তকরণ প্রকল্পের জন্য এই ৩৬ জনের জমি অধিগ্রহণ করা হয়েছে এবং তাদের প্রাপ্য টাকা প্রদান করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।