DhakaThursday , 29 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাঃ আরএমপি কমিশনার

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ  রাজশাহী মহানগরীতে হিন্দু ধর্ম সাম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে যদি কোন গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, তাদের কঠোর হস্তে দমন করার হুসিয়ারী দিয়েছেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আজ বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দীর্ঘমিন ধরে রাজশাহীতে সব ধর্মের অনুসারীরা মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। আর তাই এ বছর যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য শহরের পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ফলে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি’র কোন সুযোগ নেই। আর সাদা পোশাকে সার্বক্ষনিক পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন ও ক্রাইম) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন নাহার (ট্রাফিক), বোয়ালিয়া জোনের এডিসি তৌহিদুল আরিফ, বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মহসীন আলী ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।